তুমি কি আমার হবে
- গাজী তৌহিদ ০৯-০৫-২০২৪

নীল চেনো? নীলাম্বরের অভ্রশূন্য নীল!
এনে দেবো এক মুঠো সফেদ শাড়ী রাঙাতে,
হবে তুমি নীল অপ্সরী!
খোপা খুলে এলো চুলে যতনে বেধে দেবো
শ্রাবণের এক চিমটে শুভ্র কাদম্বিনী!
টিপ হবে ললাট জুড়ে দিবার শেষ প্রহরের
পশ্চিমে ঢলে পড়া লালচে অংশুমান!
শেষ বরষার সাধের রংধনু
তোমার চরণের নিশ্চুপ নুপূর!


হাঁটবে বহুপথ বহুদিন ধরে
আমার লোকারণ্য শূন্য বিশ্ব সংসারে?
বলো তুমি আমার হবে?
নিসঙ্গ নিশীথিনীর সব ব্যথা সহে
কবে বলবে হে নীল অপ্সরী-
'ভালোবাসি ভালোবাসি ভালোবাসি!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।